নদীর তীরে স্থাপনা নির্মাণ না করার অনুরোধ সরকারের NayaDesh NayaDesh প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৯ নয়াদেশ রিপোর্ট ।। বাঁধের বাইরে, নদীর তীরে শিক্ষা বা ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা কোন ধরনের স্থাপনা নির্মাণ না করার অনুরোধ জানিয়েছে সরকার। পানিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ অনুরোধ জানানো হয়েছে। সম্প্রতি পানি সম্পদ মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্টদের কাছে বাঁধের মধ্যে কোন অবকাঠামো নির্মাণের আগে পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কার্যালয়ের পরামর্শ নেয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়। এছাড়া,বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নির্মিত বাঁধের বাইরে নদী-তীরবর্তী দিকে শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল/কলেজ/মাদরাসা), ধর্মীয় প্রতিষ্ঠান (মসজিদ/মন্দির), সাইক্লোন সেল্টার/আবাসন এবং কোন কোন ক্ষেত্রে ভৌত অবকাঠামোসহ বাজার ইত্যাদি নির্মাণ না করার অনুরোধ’ বিষয়ে একটি চিঠি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং সকল বিভাগীয় ও জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। একইভাবে নদীতে জেগে ওঠা চরে জনবসতি ও শিক্ষা/ধর্মীয়/অন্যান্য অবকাঠামো নির্মিত হতে থাকে। মোরফোলজিক্যাল কারণে নদীমাতৃক বাংলাদেশের নদীর গতি প্রকৃতি ঘনঘন পরিবর্তিত হয়। ফলে অধিকাংশ ক্ষেত্রেই চরগুলো ডুবে যায় এবং কোন কোন ক্ষেত্রে বিস্তীর্ণ এলাকা জুড়ে ভাঙনের সৃষ্টি হয় এবং জনগণ ভোগান্তির শিকার হয়। চিঠিতে বলা হয়, নদী বিধৌত বাংলাদেশের নদীর তীর রক্ষা, বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামো প্রভৃতি কাজ প্রচুর ব্যয় সাপেক্ষ এবং নদীমাতৃক এদেশের নদীর চারিত্রিক কারণেই সারাবছর দেশজুড়ে উপরে বর্ণিত দুরবস্থার সৃষ্টি হয়ে থাকে। এরূপ অবস্থা নিরসনে শিক্ষা/ধর্মীয়/সামাজিক প্রতিষ্ঠান পানি উন্নয়ন বোর্ডে নির্মিত বাঁধের ভেতরে (কান্ট্রিসাইড) নির্মিত হলে এ ভাঙনের সম্ভাবনা কমবে এবং জনগণের জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কাও কমে আসবে। এমতাবস্থায় এ ধরনের প্রতিষ্ঠানের স্থান নির্বাচনের আগে পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কার্যালয়ের পরামর্শ নেয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয় চিঠিতে। SHARES জাতীয় বিষয়: