দেশের প্রতিটি ঘরে আলো জ্বলবে – প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৯

জ্যেষ্ঠ প্রতিবেদক।।  শান্তি চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরে এসেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পার্বত্য চট্টগ্রামের ১ হাজার ৮০০ অস্ত্রধারী আত্মসমর্পণ করেছে। তাদেরকে সরকার পুনর্বাসন করেছে। বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ শীর্ষক প্রকল্প, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে গবেষণা প্রকল্প, বঙ্গবন্ধু হাইটেক সিটি গাজীপুরের ডাটা সেন্টার ও বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নতুন ৫টি জাহাজের প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি জনপদ। এখানে যে কোন কাজ করা খুব দুরূহ কাজ। তারপরও পার্বত্য এলাকার সকল ঘরে আমরা বিদ্যুতের ব্যবস্থা করছি। গ্রিড লাইনের মাধ্যমে পার্বত্য চগ্র্রামে বিদ্যুৎ দেয়া সম্ভব না। এ কারণে আমরা সোলার প্যানেলের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে আলোকিত করেছি। শুধু পার্বত্য চট্টগ্রামই নয়, বাংলাদেশের একটি ঘরও অন্ধকার থাকবে না। প্রতিটি ঘরে বিদ্যুৎ জ্বলবে।
শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পর পার্বত্য চট্টগ্রামে শান্ত পরিবেশ ছিল। কিন্তু ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর পার্বত্য চট্টগ্রাম অশান্ত হয়ে ওঠে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে পার্বত্য চট্টগ্রামের সমস্যার সমাধান করি। বিএনপির আমলে পার্বত্য চট্টগ্রামে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ছিল। আমরা ক্ষমতায় এসে তা উন্মুক্ত করে দিই।