দুই মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা NayaDesh NayaDesh প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৯ suicide woman ডেইলি নিউজ রিপোর্ট, চট্টগ্রাম॥ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় দুই মেয়ে শিশুসহ এক মা বিষপান করে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার শিকদারপাড়ার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মা ডেইজি আক্তার ও তার দুই শিশু মেয়ে ইজা (৬) আক্তার ও ইসরাত নূর (৪)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ডেইজি আক্তার তার দুই শিশু মেয়েকে নিয়ে বিষপান করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। SHARES আইন আদালত বিষয়: