ঢাকা কলেজ ছাড়লেন আবরারের ছোট ভাই ফাইয়াজ

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৯

নয়াদেশ রিপোর্ট॥  ঢাকা কলেজ ছেড়ে চলে গেছেন আবরার ফাইয়াজ। নিজ ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে ৬ অক্টোবর নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী ও আবরার ফাইয়াজের বড় ভাই আবরার ফাহাদের মৃত্যুতে তার পরিবারের সদস্যারা মানসিকভাবে ভেঙে পরায় তিনি ঢাকা কলেজ ছাড়ার সিদ্ধান্ত নেন। যদিও কলেজ প্রশাসন থেকে ফাইয়াজকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেয়া হয়েছিল বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ। এদিকে, ফাইয়াজ ছাড়পত্র নিয়ে কুষ্টিয়া সরকারি কলেজে ভর্তি হবেন বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে স্বজনদের সাথে নিয়ে ঢাকা কলেজে আসেন আবরার ফাইয়াজ। তিনি জানান, ‘বড় ভাই আবরার ফাহাদের মর্মান্তিক মৃত্যুতে তার পুরো পরিবার মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে। এছাড়া, তার বাবা-মাও চান না সে (ফাইয়াজ) তাদের ছেড়ে থাকেন।
আবরার ফাইয়াজ ঢাকা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। ঢাকা কলেজ থেকে ছাড়পত্র নিয়ে কুষ্টিয়া সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে তার ভর্তি হওয়ার কথা রয়েছে।
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ জানান, ঢাকা কলেজে লেখাপড়া না করার সিদ্ধান্তটা একান্তই তাদের পারিবারিক। তবে, কলেজের পক্ষ থেকে আমি তাকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিয়েছিলাম। তবে, তার কলেজ বদলির ব্যাপারে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ শাখা থেকে জানানো হয়, আবরারের ছোট ভাই কুষ্টিয়া সরকারি কলেজে পড়তে চান। বিশেষ ব্যবস্থায় ছাড়পত্রের আবেদন করার পর তার ছাড়পত্র মঞ্জুর করা হয়েছে।
উল্লেখ্য, ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে গত ৬ অক্টোবর (রোববার) রাতে শেরে বাংলা হলের ১০১১ নম্বর রুম থেকে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। এরপর রাত ৩টার দিকে শেরে বাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন সোমবার (৭ অক্টোবর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে আবরারের ময়না তদন্ত শেষ হয়। নিহত আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।