ঢাকায় বাড়ি বানাতে সিটি করপোরেশনেরও অনুমোদন লাগবে ॥ স্থানীয় সরকারমন্ত্রী

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২২

নয়াদেশ রিপোর্ট॥ রাজধানীতে যেকোনো অবকাঠামো নির্মাণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পাশাপাশি সিটি করপোরেশন থেকেও অনুমোদন নিতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
তিনি বলেছেন, মন্ত্রণালয়/বিভাগ, দপ্তর/সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠান অথবা ব্যক্তি উদ্যোগে বাসাবাড়িসহ সব ধরনের অবকাঠামো নির্মাণ করতে হলে রাজউক-এর পাশাপাশি সিটি করপোরেশন থেকেও অনুমতি নিতে হবে। সিটি করপোরেশনের অনুমতি নিতে গিয়ে কেউ যাতে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে মেয়রদের সতর্ক থাকতে বলেন মন্ত্রী।
আসন্ন বর্ষা মৌসুমে ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের নেওয়া কার্যক্রমের পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তাজুল ইসলাম এসব কথা জানান। আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সভাটি হয়।
তাজুল ইসলাম বলেন, ঢাকা শহর এবং এর আশপাশে এমন অনেকগুলো সেতু আছে যেগুলোর নিচ দিয়ে নৌযান চলাচল করতে পারে না। এসব সেতু ভেঙে নতুন সেতু নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। সবগুলো খাল সংস্কার করে একটি খালের সঙ্গে অন্যটির সংযোগ এবং খালের দুই পাশে ওয়াকওয়ে নির্মাণ করলে নগরবাসীকে অত্যন্ত দৃষ্টিনন্দন শহর উপহার দেওয়া সম্ভব। তিনি বলেন, মোহাম্মদপুরের বসিলায় খাল দখল করে ট্রাক স্ট্যান্ড, মার্কেট এবং আবাসিক ভবন নির্মাণ করা হয়েছে। কল্যাণপুরে ১৭৩ একর জমির মধ্যে মাত্র ৩ একর দখলমুক্ত আছে। উত্তর সিটি করপোরেশন থেকে অভিযান চালিয়ে খালের জমি উদ্ধার করা হয়েছে। দক্ষিণ সিটি করপোরেশনও উচ্ছেদ অভিযান চালাচ্ছে। খাল দখল করলে, তা উদ্ধার করা হবেই।