টিকা নেওয়ার বয়স ১৮ করার চিন্তা চলছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০২১

নয়াদেশ রিপোর্ট॥ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে লকডাউন শিথিল করা হয়েছে। এ ঘোষণায় সংক্রমণের হার বাড়তে পারে। তবে এখন যদি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলে, সংক্রমণের হার নিয়ন্ত্রণে থাকবে। এ ছাড়া এবার টিকা নেওয়ার জন্য বয়সসীমা আরও কমিয়ে ১৮ বছর করার কথা ভাবা হচ্ছে বলে জানান।
তিনি বৃহস্পতিবার (১৫ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড-১৯ আইসিইউ সম্প্রসারণ এবং ওপিডি শেড উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমাদের দেশে ১৫ হাজার বেড রয়েছে, এর মধ্যে ৭৫ শতাংশ বেডে রোগী আছে। এ পরিস্থিতিতে সংক্রমণের হার বাড়লে রোগীর সংখ্যা বাড়তে থাকবে, স্বাস্থ্যসেবায় বিরাট চাপ পড়বে। আমরা এমনভাবে যাতে ঘোরাফেরা না করি, ঈদের আনন্দ যেন দুঃখে বা ট্র্যাজেডিতে পরিণত না হয়ে যায়।
তিনি বলেন, গ্রামের মানুষকে চিকিৎসা দেওয়া ও তাড়াতাড়ি হাসপাতালে নেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি যাবেন, দেখবেন কোন কোন লোক অসুস্থ হয়েছেন। প্রাথমিক পর্যায়ে টেম্পারেচার ও অক্সিজেন লেভেল মাপবেন। প্রয়োজনে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেবেন। এর মাধ্যমে রোগীর সংখ্যা ও মৃত্যুর হার কমবে বলে আমরা মনে করি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনা ভাইরাস প্রতিরোধী টিকা নেওয়ার বয়সসীমা প্রথমে ছিল ৪০ বছর। সেখান থেকে কমিয়ে দ্বিতীয় দফায় বয়স করা হয়েছে ৩৫। এবার টিকা নেওয়ার জন্য বয়স আরও কমিয়ে ১৮ বছর করার চিন্তা-ভাবনা করা হচ্ছে। ভ্যাকসিন নিতে যদি সমস্যা হয়, গ্রামের মানুষ যদি নিবন্ধন করতে সমস্যায় পড়ে, তা হলে জাতীয় পরিচয়পত্র নিয়েও আমরা ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করব।