ঝিনাইদহে করোনায় আক্রান্ত ১১৩ জন উপসর্গে মৃত্যু ৮

প্রকাশিত: ১:৫৬ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২১

আজিম আলী,ঝিনাইদহ ॥ একদিন আগে আক্রান্তের সংখ্যা কমলেও নতুন করে সীমান্তবর্তী ঝিনাইদহ জেলায় গত ২৪ ঘন্টায় ১১৩ জন আক্রান্ত হয়েছে। এছাড়া করোনা ও উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৮ জনের। রোববার সকালে সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা: সেলিনা বেগম।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় ২৯২ জনের নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে ১’শ ১৩ জনের শরীরে করোনা পজেটিভ এসেছে। আক্রান্তের হার ৩৮.৬৮। এরমধ্যে ঝিনাইদহ সদরে ৪২, শৈলকুপায় ১১, হরিণাকুণ্ডুতে ৯, কালীগঞ্জে ২৮, কোটচাঁদপুরে ১৫ ও মহেশপুরে ৮ জন আক্রান্ত হয়েছেন।
এছাড়া গত ২৪ ঘন্টায় কালীগঞ্জ ও কোটচাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপসর্গ নিয়ে ৪ জন ও মহেশপুরে ২ জন মারা গেছে।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪ হাজার ৭’শ ৪ জনে। বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছে ১’শ ১৯ জন।