জাপানি দুই শিশু বাবার কাছে থাকবে ॥ হাইকোর্ট প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২১ নয়াদেশ রিপোর্ট॥ জাপানি দুই শিশু বাংলাদেশে তাদের বাবা ইমরান শরীফের কাছে থাকবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া শিশুদের মা নাকানো এরিকো বছরে তিনবার জাপান থেকে এসে ১০ দিন করে শিশুদের সঙ্গে থাকতে পারবেন। হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ রোববার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ আদেশ দেন। রায়ে আদালত বলেন, রিটটি চলমান থাকবে। দুই মেয়ে বাবা ইমরান শরীফের হেফাজতে থাকবে। মা দেখা-সাক্ষাৎ এবং একান্তে সময় কাটানোর সুযোগ পাবেন। যেহেতু মা জাপানি নাগরিক, সেখানে থাকেন এবং কাজ করেন, তাই তিনি নিজের সুবিধামতো সময়ে বাংলাদেশে এসে সন্তানদের সঙ্গে প্রতিবার কমপক্ষে ১০ দিন করে সময় কাটাতে পারবেন। তিন মাসের বেশি সময় ধরে হাইকোর্টে জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনার অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াই চলছে। শিশুদের মা নাকানো এরিকোর পক্ষে আইনি লড়াই করছেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে শিশুদের বাবা ইমরান শরীফের পক্ষে আইনি লড়াই করছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল ও অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ। SHARES আইন আদালত বিষয়: