ইন্টার কন্টিনেটাল ঢাকা শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন নির্বাচনে জাকারিয়া-জামান পূর্ণ প্যানেল জয়ী প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২১ নয়াদেশ রিপোর্ট ॥ ইন্টার কন্টিনেটাল ঢাকা শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে জাকারিয়া-জামান পরিষদ (ছাতা মার্কা) বিপুল ভোটে পূর্ণ প্যানেল জয়লাভ করেছে। এছাড়া প্রথমবারের মতো শাহনাজ পারভীন নামে একজন নারী সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। জানাগেছে, ইন্টার কন্টিনেটাল ঢাকা শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ২৪০ ভোট পেয়ে সভাপতি পদে জাকারিয়া তালুকদার, ২৩৯ ভোট পেয়ে মোঃ নুরুজ্জামান সাধারন সম্পাদক এবং ১৯৩ ভোট পেয়ে শাহনাজ পারভীন প্রথমবারের মতো সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে ২১৬ ভোট পেয়ে মোঃ মোস্তফা কামাল, যুগ্ম সম্পাদক পদে ২৩৫ ভোট পেয়ে মনিরুজ্জামান হাওলাদার, সহ-সম্পাদক পদে মোঃ কামাল হোসেন, কোষাধ্যক্ষ পদে মোঃ শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে এসকে জাহাঙ্গীর আলম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে ফারুক আহম্মদ মোল্লা নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, এবারের নির্বাচনে ৩৭৫ জন ভোটারের মধ্যে ৩৭৫ জন ভোটারই ভোট প্রদান করেন। SHARES অর্থ ও বাণিজ্য বিষয়: