চীনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস পালিত

প্রকাশিত: ৮:২৪ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০২১

নয়াদেশ ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ কনসুলেট জেনারেল, কুনমিং, চীনে গত ২৬মার্চ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উদযাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মোনাজাত, বাণী পাঠ, তথ্যচিত্র প্রদর্শন, আলোচনা – সংবর্ধনা অনুষ্ঠান। সোফিটেল কুনমিং হোটেলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে পিপলস কংগ্রেস অব ইউনানের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান মিঃ লি পেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কুনমিংস্থ বিভিন্ন দেশের কনসাল জেনারেলগণ, পিপলস কংগ্রেস অব ইউনান এর ফরেন এফেয়ার্স এন্ড ওভারসীজ চাইনিজ এফেয়ার্স কমিটির চেয়ারম্যান, ইউনান প্রদেশের শিক্ষা বিভাগের প্রধানসহ (ডেপুটি পার্টি সেক্রেটারি) বিভিন্ন বিভাগের প্রধান/প্রতিনিধিগন, মিউনিসিপ্যাল সরকারের ভাইস মেয়র, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, পররাষ্ট্র দপ্তরের উর্ধতন কর্মকর্তাগন, বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রধানগন, চিকিৎসক, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রায় ১৫০ জন অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।