চীনের কুনমিংয়ে কনসাল জেনারেলের সাথে ফার্স্ট পিপলস হসপিটাল অব ইউনান প্রভিন্সের সাক্ষাত প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০২১ বিশেষ প্রতিনিধি, (কুনমিং), চীন থেকে॥ চীনের কুনমিংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল এ এফ এম আমিনুল ইসলামের সাথে সোমবার তাঁর কার্যালয়ে দ্যা ফার্স্ট পিপলস হসপিটাল অব ইউনান প্রভিন্সের (The First People’s Hospital of Yunnan Province) পরিচালক মিজ হান ফাঙ্গ (Ms. Han Fang) সাক্ষাত করেন। সাক্ষাতকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয় নিয়ে মতবিনিময় করেন। ইউনান প্রদেশের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা মিজ ছেন লিহুয়া (Ms. Chen Lihua) এ সময় উপস্থিত ছিলেন। SHARES আন্তর্জাতিক বিষয়: