চলে গেলেন অভিনেতা কালা আজিজ

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯

নয়াদেশ বিনোদন ডেস্ক।।  বাংলা চলচ্চিত্র অভিনেতা কালা আজিজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল (২৩ নভেম্বর শনিবার) দিবাগত রাত ১০টার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এ অভিনেতা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, কালা আজিজ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি জনিত রোগে ভুগছিলেন।
কালা আজিজ কয়েক শ বাংলা চলচ্চিত্রে ভিলেনের সহযোগী হিসেবে অভিনয় করেছেন। কয়েক দশক ধরে তিনি অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। বিশেষ করে ডিপজল, মিশা সওদাগর, মিজু আহমেদের সাথে চলচ্চিত্রে বেশি কাজ করেন তিনি।