চলমান লকডাউন ১৪ জুলাই পর্যন্ত বাড়লো॥ সব বিধিনিষেধ বহাল থাকবে: মন্ত্রীপরিষদ বিভাগ

প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২১

নয়াদেশ রিপোর্ট॥  করোনাভাইরাসের উর্ধ্বগতি না কমায় সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

সোমবার চলমান কঠোর বিধিনিষেধ ১৪ জুলাই পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

করোনা নিয়ন্ত্রণে গত ১ জুলাই থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন শুরু হয়েছে সারা দেশে। লকডাউনের চুতর্থ দিন রোববার চলমান কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। পরদিনই লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত এলো সরকারের পক্ষ থেকে।