চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে নারী ও শিশুসহ নিহত ৭

প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৯

নয়াদেশ রিপোর্ট।।  চট্টগ্রামের পাথরঘাটা এলাকায় গ্যাস লাইনের রাইজার বিস্ফোরিত হয়ে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও ১৪ জন। রোববার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে ওই এলাকার পাথরঘাটা ব্রিকফিল্ড সড়কের কুঞ্জমনি ভবনে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর দু’টি ভবনের দেয়ালের একাংশ ধসে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৪ জন পুরুষ, দুইজন নারী ও এক শিশু রয়েছে। নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, কক্সবাজারের উখিয়ার নুরুল ইসলাম (৩১) ও অন্যজন পটিয়ার মেহেরআটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অ্যানি বডুয়া (৪০)। বাকীদের পরিচয় জানার চেষ্টা চলছে। স্থানীয় ফায়ার সার্ভিস গ্যাস বিষ্ফোরণে হতাহতের ঘটনা নিশ্চিত করেছে।
ফায়াস সার্ভিস সিভিল ডিফেন্স ও স্থানীয়দের তথ্যমতে, পাঁচতলার ওই ভবনের নিচতলায় গ্যাসের লাইনে বিস্ফোরণ ঘটে। এতে ভবনের দু’টি দেয়াল ধসে পড়ে। এ সময় আহতাবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৭জনকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস জানায়, তারা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ছুঁটে যান। ১৬ জনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠালে চিকিৎসক ৭ জনকে মৃত ঘোষণা করেন। তাদের ধারণা, গ্যাস লাইনটি পুরোনো ছিল। ফলে, লিকেজ, নাশকতা, কোন কেমিক্যাল থেকে বিষ্ফোরণের ঘটনা ঘটেছে কি-না তা তদন্ত করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ভবনের দোতলা পর্যন্ত প্রাথমিকভাবে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীনের নেতৃতত্বে ওয়ার্ড কাউন্সিলর, চসিকের প্রধান প্রকৌশলী ঘটনাস্থলে যান এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে আহতদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থার নির্দেশ দেন।