ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ আঘাত: পটুয়াখালীতে বৃদ্ধ নিহত NayaDesh NayaDesh প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০১৯ ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশে আঘাত হেনেছে। রাত দুইটায় আঘাত হানার পর এখনও চলছে তাণ্ডব। ঘূর্ণিঝড়ের কারণে পটুয়াখালীর মির্জাগঞ্জের উত্তর রামপুরা গ্রামে হামেদ ফকির (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। ভোর রাতে ঘরের ওপর গাছ পড়ে তিনি মারা যান। এছাড়া বরগুনায় আশ্রয় কেন্দ্রে মারা যান আরেকজন। এদিকে আবহাওয়া অফিস বলছে, বর্তমানে উপকূলীয় ৫ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৮ কি.মি. বেগে এগোচ্ছে বুলবুল। সাগর উত্তাল, উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস। জোয়ারের পানি ঢুকে পড়েছে লোকালয়ে। ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ ৮০-১০০ কিলোমিটার। SHARES সারাদেশ বিষয়: ঘূর্ণিঝড়বুলবুল