গাজীপুর আওয়ামী লীগে জাহাঙ্গীরের জায়গায় আতাউল্লাহ

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২১

নয়াদেশ রিপোর্ট॥ গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে মেয়র জাহাঙ্গীর আলমকে বহিষ্কারের পর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল।
বৃহস্পতিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাপদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সেখানে বলা হয়, “বাংলাদেশ আওয়ামী লীগের গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক পদ শূন্য হওয়ায় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক মো. আতাউল্লাহ মণ্ডলকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।”
ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসা আতাউল্লাহ মণ্ডল এর আগে গাজীপুর সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বঙ্গবন্ধুকে নিয়ে মন্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর গত অক্টোবরে মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে বিক্ষোভ হয় গাজীপুরে।
গত ১৯ নভেম্বর গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে বহিষ্কার করে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।
তারপর থেকেই নতুন সাধারণ সম্পাদককের দায়িত্বে কে আসবেন, তা নিয়ে আলোচনা চলছিল। অনেকে কেন্দ্রীয় কমিটিতে দৌড়ঝাঁপও করছিলেন। ছয় দিন পর কেন্দ্রীয় কমিটি আতাউল্লাহর হাতে সেই দায়িত্ব দিল।