খেলোয়াড়রা নিজেকেই না, দেশের মুখও উজ্জ্বল করে – প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৯

জ্যেষ্ঠ প্রতিবেদক।।  যারা খেলোয়াড় তারা শুধু নিজেকেই উজ্জ্বল করে না। তারা দেশের মুখও উজ্জ্বল করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনায় শেখ রাসেল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধনের সময় তিনি একথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার সাথে সাথে খেলাধুলা করতে হবে। উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের সন্তানদের সব দিকেই এক্সপাট হতে হবে । তরুণদের ভেতরে দেশপ্রেম জাগ্রত করতে হবে। এ জন্য খেলাধুলাকে গুরুত্ব দেই। আমি নিজেও একজন স্পোর্টস পরিবারের মেয়ে। খেলাধুলা ভাল চরিত্র গঠন সহায়তা করে। আজকের তরুণরা সারা বিশ্বে খ্যাতি অর্জন করুক, এটাই আমি চাই।
এ সময় খুলনায় আয়োজিত টুর্নামেন্টের সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী। টুর্নানেন্টে মোট ১৮টি দেশের ২০টি ক্লাবের ৬৪ জন টেনিস খেলোয়াড় অংশগ্রহণ করবে। যাদের মধ্যে ১০ জন নারী খেলোয়াড়ও রয়েছেন।
এছাড়া, দেশের ২৩ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন ও সাতটি বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কথা বলেন বিভিন্ন জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, নেতা-কর্মীসহ সাধারণ মানুষের সাথে। এ সময় শেখ হাসিনা বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ যাওয়ায় মানুষের কর্মসংস্থান হয়েছে। দেশের ৯৪ ভাগ মানুষ বিদ্যুতের আওতায় এসেছে।

এ সময় সকলকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্নবান জানান প্রধানমন্ত্রী। বলেন, বিদ্যুতের অপচয় করবেন না। সবাই মিলে সচেতন হলে দেশ এগিয়ে যাবে। বাস্তবায়ন হবে বঙ্গবন্ধুর স্বপ্ন। এ দেশের একটি মানুষও অন্ধকারে থাকবে না, সব মানুষ আলোয় পৌঁছাবে।
প্রধানমন্ত্রী বলেন, আজ ২৩৪ টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। বাকি উপজেলাগুলোতেও খুব শিগগিরই আমরা শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনব।