খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৯

নয়াদেশ রিপোর্ট ।।   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার চিকিৎসা ভালভাবে চলছে। তবে, কিছু ওষুধ প্রয়োগে তার সম্মতি পাওয়া যায়নি বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান মেডিকেল ইউনিভার্সিটি (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হক। রোববার দুপুরে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
মাহবুবুল হক জানান, খালেদা জিয়া ডায়বেটিকসহ ৬টি রোগে ভুগছেন। এজন্য বোর্ড গঠন করে চিকিৎসা চলছে। শারীরিক অবস্থা, রক্তচাপ, বøাড সুগার দিনে ২ বার মাপা হচ্ছে। তার চিকিৎসায় কোনো ধরনের ঘাটতি হচ্ছে না। চিকিৎসকরা দুই বেলা ডিউটিতে থাকেন।
চিকিৎসকদের সেবা দিতে খালেদা জিয়া ঠিকমত সময় দেন না জানিয়ে মহবুবুল হক বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, কোনোভাবেই তার স্বাস্থ্যের অবনতি হয়নি।
গত এক বছরের বেশি সময় ধরে দুর্নীতি মামলায় পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে বিশেষ সেলে বন্দি রয়েছেন খালেদা জিয়া। এর আগেও তিনি বিএসএমএমইউতে চিকিৎসা নিয়েছেন। তবে গত কয়েকদিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ থাকলেও ওই হাসপাতালে চিকিৎসা নিতে রাজি হচ্ছিলেন না। তিনি ও তার দলের দাবি ছিল বেসরকারি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেওয়ার। কিন্তু সরকার রাজি হয়নি। শেষ পর্যন্ত খালেদা বিএসএমএমইউতেই চিকিৎসা নিতে ভর্তি হচ্ছেন।