খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট প্রকাশ করা হচ্ছে না – মির্জা ফখরুল NayaDesh NayaDesh প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৯ শহর প্রতিনিধি।। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় যে রিপোর্ট দিয়েছে তা প্রকাশ করা হচ্ছে না জানিয়ে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি স্পষ্টভাবে খালেদা জিয়ার স্বাস্থ্যের সঠিক তথ্য চায়। মঙ্গলবার (১২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অঙ্গ-প্রত্যঙ্গ পঙ্গু হওয়ার উপক্রম হয়েছে। তিনি এখন এতচাই অসুস্থ যে নিজে হাতে ধরে কিছু খেতেও পারেন না। তাকে খাইয়ে দিতে হয়। হুইলচেয়ার ছাড়া চলতে পারেন না। এমনকি বিছানা থেকে উঠাতেও দুজনের সাহায্যের প্রয়োজন হয়। অথচ হাসপাতালের পরিচালক বলেন, তিনি আগের চাইতে সুস্থ। বেগম জিয়ার স্বাস্থ্য সম্বন্ধে যে মিথ্যা ব্যাখ্যা দেওয়া হচ্ছে তার জন্যে বিচার হওয়া উচিত বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। SHARES জাতীয় বিষয়: