ক্যাপ্টেন কোহলিকে হত্যার হুমকি লঙ্কর ই তৈইবার!

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৯

নয়াদেশ স্পোর্টস রিপোর্ট।।
জঙ্গি সংগঠন লঙ্কর ই তৈইবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ, প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানীর পর ভারতের জাতীয় ক্রিকেট ক্যাপ্টেন বিরাট কোহলিকে হত্যার হুমকি দিয়েছে। আগামী ৩ নভেম্বর দিল্লির ফিরোজ শাহ কোটলায় (বর্তমানে অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়াম) টি-টোয়েন্টি দিয়ে শুরু হওয়ার কথা বাংলাদেশ-ভারত সিরিজের। সে লক্ষ্যে আগামীকাল ৩০ অক্টোরব বাংলাদেশ দলের দেশ ত্যাগের কথা রয়েছে।
এমতাবস্থায় ভারতের ন্যাশানাল ইনভেস্টিগেশন এজেন্সিকে দেওয়া চিঠিতে তাদের এই মিশনের কথা নিজেরাই জানানোয় নড়েচড়ে বসেছে ভারতীয় গোয়েন্দা সংগঠনগুলি। এই বিষয়ে ভারতের ক্রিকেট বোর্ডকেও সতর্ক করেছে আরএসএস। হুমকির পরপরই ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।