কে, কখন ধরা পড়বে বলা যায়না; সাকিবের পাশে থাকবে বিসিবি-প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৯

জ্যেষ্ঠ প্রতিবেদক।।  ক্যাসিনো সাথে ক্রিকেট বোর্ডের সঙ্গে জড়িত এটা ঠিক না। এটা বোর্ডের কিছু না। কাসিনোতে বোর্ডের যিনি ছিলেন, তিনি ধরা পড়েছেন। এছাড়া দেশের মধ্যে এ ধরনের একটা কান্ড চলেছে, কেউই তো জানতো না! সংবাদমাধ্যমও তো জানে না! কাজেই কখন, কে কিসে ধরা পড়ে তার কোনো ঠিক নেই।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে গণভবনে ন্যাম সম্মেলনে যোগ দেয়া নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, সাংবাদিকরা এত খবর রাখেন অথচ ক্যাসিনোর বিষয়ে কিছু জানেন না কেনো। এতদিন ধরে কোনো একটা গণমাধ্যম এমন নিউজ দিতে পারলো না। এর জবাব কি সাংবাদিকরা জাতির কাছে দিতে পারবেন। শেখ হাসিনা বলেন, আমারও প্রশ্ন এ রকম ঘটনা ঘটে যাচ্ছে কেউ জানে না। মানুষ যখন অপরাধের সাথে জড়িয়ে পড়ে হয়তো প্রথম কেউ জানে না। কিন্তু একপর্যায়ে থাকে ধরা পড়তেই হবে। কেননা অপরাধ করলে ধরা তাকে পড়তেই হবে।

আইসিসির শাস্তির মুখে পড়তে যাওয়া ক্রিকেটার সাকিব আল হাসানের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের খুব বেশিকিছু করণীয় আছে বলে মনে হয়না। আইসিসি যদি কোনো ব্যবস্থা নেয় আমাদের আসলে কিছু করার থাকে না। শেখ হাসিনা বলেন, বিসিবি সব সময় সাকিবের সঙ্গে আছে। তাকে সব ধরনের সহযোগিতা দেবে।

উল্লেখ্য, ১২০টি উন্নয়নশীল দেশের ন্যাম সম্মেলনে যোগ দিতে ২৪ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত আজারবাইজান সফর করেন প্রধানমন্ত্রী। আজারবাইজানের রাজধানী বাকুর বাকু ‘কংগ্রেস সেন্টার’-এ ২৫ ও ২৬ অক্টোবর দুই দিন ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয়।