কেএসআরএমের বিরুদ্ধে সওজের জমি দখলের অভিযোগ প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২১ চট্টগ্রাম প্রতিনিধি॥ কেএসআরএম গ্রুপসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জমি অবৈধভাবে দখল করে দেয়ালসহ বাণিজ্যিক স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট সেখানে অভিযান চালিয়েছে। অভিযানে সরকারি জমি দখলের সত্যতা পাওয়া গেছে। সে কারণে রাস্তার যৌথ সার্ভে করে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনার সুপারিশ করতে যাচ্ছে দুদক। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ-পরিচালক রতন কুমার দাসের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানের বিষয়টি নিশ্চিত করে দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ বলেন, দুদক এনফোর্সমেন্ট ইউনিট থেকে একটি অভিযান পরিচালিত হয়েছে। দুদক টিম অভিযোগ যাচাই ও সত্য উদঘাটনে জন্য সরেজমিনে ওই রাস্তা পরিদর্শন করে এবং গ্রুপের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে এ নিয়ে কথা বলে। অভিযান সূত্রে জানা যায়, কেএসআরএম গ্রুপ কর্তৃপক্ষের বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গা অবৈধভাবে দখলপূর্বক দেয়াল নির্মাণের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করে এনফোর্সমেন্ট টিম। অভিযানের সময় কেএসআরএম গ্রুপের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দুদক টিমকে জানান, ওই রাস্তার পাশে সবাই সরকারি জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে বাণিজ্যিকভাবে ব্যবহার করছে। শুধু বাণিজ্যিক ব্যবহার নয়, তা ভাড়া দিয়ে অর্থ আদায়ও করছে। অনেকে দখল করা জায়গায় বাগান করেছে। আভিযানিক টিম এমন বক্তব্যের সত্যতা পেয়েছে। SHARES অর্থ ও বাণিজ্য বিষয়: