করোনায় আক্রান্ত এমপি শহীদুজ্জামান সরকার সুস্থ প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, মে ১৬, ২০২০ নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার। ফাইল ছবি নয়াদেশ রিপোর্ট॥ করোনা ভাইরাসে আক্রান্ত নওগাঁ-২ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার এখন সুস্থ। শনিবার তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে তিনি নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন। দেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্তের পর ৬৫ বছর বয়সী শহীদুজ্জামান সরকারই প্রথম এমপি যিনি করোনায় সংক্রমিত হন। গত ২৮ এপ্রিল নিজ নির্বাচনী এলাকা থেকে জ্বর নিয়ে ঢাকায় ফিরেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার। পরে পরীক্ষা করালে তার কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে। এরপর থেকে তিনি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এমপি হোস্টেলে বরাদ্দপ্রাপ্ত ফ্লাটে আইসোলেশনে থাকেন। এ সময় সংসদের মেডিকেল সেন্টারের একজন চিকিৎসক ও হলি ফ্যামিলি হাসপাতালের এক চিকিৎসকের তত্ত্বাবধানে বাসায় থেকে তিনি চিকিৎসা নেন। SHARES জাতীয় বিষয়: