কক্সবাজারের এসপি মাসুদসহ ছয় কর্মকর্তার বদলি

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০

নয়াদেশ রিপোর্ট॥ কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেনসহ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এসপি মাসুদ হোসেনকে রাজশাহী জেলা পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
কক্সবাজার জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে অন্য কর্মকর্তারা হলেন,
খুলনা মহানগরীর পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবিরকে গাজীপুর মহানগরীর পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
পুলিশের বিশেষ শাখা (এসবি) ঢাকার উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মাসুদুর রহমান ভূঞাকে খুলনা মহানগরীর পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলামকে ঝিনাইদহ জেলার পুলিশ সুপার করা হয়েছে।
আর রাজশাহী জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহকে ঢাকা মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
গত ৩১ জুলাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত হওয়ার পর এ বি এম মাসুদ হোসেনের দায়িত্বহীনতার অভিযোগ ওঠে। নিহতের পরিবার থেকে দায়ের করা মামলায় তার নাম উল্লেখ করার আবেদন করলেও তা খারিজ করে দেন আদালত। তবে এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে ওসি প্রদীপ কুমার দাস এবং এসআই লিয়াকতসহ পুলিশের সাত সদস্যকে।