ওসি মোয়াজ্জেমের জামিন বাতিল, ৪০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ NayaDesh NayaDesh প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৯ নয়াদেশ রিপোর্ট।। ফেনীতে অগ্নিদগ্ধে মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হওয়া সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত। পাশাশাশি ৪০ কার্যদিবসের মধ্যে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (৩ নভেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ওসি মোয়াজ্জেমের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী আহসান উল্লাহ ও আইনজীবী রানা কাওসার। আদেশের পরে বাদি আইনজীবি সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, ওসি মোয়াজ্জেম সে সময় যদি ঠিকমত ব্যবস্থা নিতেন তাহলে হয়তো এ ঘটনাটি ঘটতো না। যে ১৬ জনের ফাঁসি হয়েছে তারা হয়তো তখন এ অপরাধটা নাও করতেন। তিনি আরও বলেন, হত্যা মামলায় কারো কারো ফাঁসি হয়েছে থানা ম্যানেজ করার কারণে। তারা দায়িত্ব নিয়েছিলেন থানা ম্যানেজ করার। থানা ম্যানেজ করার কারণে যদি ফাঁসির আদেশ হয়, তাহলে যিনি ম্যানেজ হয়েছেন তার তো কিছু হইলো না। আজ এ বক্তব্য আদালতে তুলে ধরার পর আদালত ওসি মোয়াজ্জেমের জামিন আবেদন নিষ্পত্তি করার আদেশ দিয়েছেন। আর ৪০ কার্যদিবসের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি নিষ্পত্তি না হয়, তবে ওসি মোয়াজ্জেম যদি জামিন আবেদন করেন তাহলে তা বিবেচনা করতে বলা হয়েছে। এর আগে গত ১৬ অক্টোবর আবেদনের ওপর শুনানি শেষে আদেশের জন্য ৩ নভেম্বর দিন রেখেছিলেন আদালত। মাদ্রাসাশিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে ‘অসম্মানজনক’ কথা বলায় ও তার জবানবন্দির ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ঘটনায় গত বছরের ১৫ এপ্রিল সাইবার ট্রাইব্যুনালে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বাদী হয়ে এ মামলা করেন। পরে বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৬, ২৯ ও ৩১ ধারায় করা অভিযোগটি পিটিশন মামলা হিসেবে গ্রহণ করেন ট্রাইব্যুনাল। পাশাপাশি মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তাকে তদন্ত করে ৩০ এপ্রিল প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিলে গত ২৭ মে মামলার তদন্তকারী কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার রীমা সুলতানার পক্ষে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবেদন জমা দেয় পিবিআই। একই দিন মামলার তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ট্রাইব্যুনালের বিচারক ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। SHARES আইন আদালত বিষয়: