এবার ভোলার পুলিশ সুপারের ফেসবুক আইডি হ্যাক

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৯

নয়াদেশ রিপোর্ট ।।
ভোলা জেলার পুলিশ সুপার (এসপি) সরকার মো. কায়সারের অন্যতম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে।
ভোলার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, মঙ্গলবার (২২ অক্টোবর) পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিক ভোলা সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (ডায়েরি নম্বর ৯৯৩, তারিখ- ২২ অক্টোবর ২০১৯) করেছেন। তিনি জানান, ‘সরকার কায়সার’ নামে আইডিটি কারা হ্যাক করেছে তা তদন্ত করছে পুলিশ।