এবার দিনাজপুর ডিসির অনৈতিক সম্পর্কের তথ্য ফাঁস NayaDesh NayaDesh প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৯ নয়াদেশ রিপোর্ট।। এবার নারী কেলেঙ্কারির বিরুদ্ধে অবিযোগ উঠেছে দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল আলমের বিরুদ্ধে। তবে, কোন গোপন ভিডিও ভাইরাল হয়নি। ভাইরাল হয়েছে অভিযোগকারী ওই নারী নিজের ফেজবুক পেজে দেয়া ভিডিও বক্তব্য। সম্প্রতি এক ভিডিও বার্তায় ডিসির সাথে নিজের অনৈতিক সম্পর্কের তথ্য ফাঁস করা ওই নারী বলেছে, জামালপুরের ডিসির ভিডিওটি প্রকাশ হওয়ার পর অভিযুক্ত দিনাজপুরের ডিসি (জেলা প্রশাসক) ওই নারীর সাথে অবৈধ সম্পর্কের কথা ফাঁস না করার জন্যে হুমকি দিয়েছেন। ভিডিও বার্তায় ওই নারী দাবি করেন, পরিচয় হওয়ার পর ডিসি মাহমুদুল আলম নানা প্রলোভন দেখিয়ে তার সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছিলেন। সেই ফাঁদে পা দিয়ে সংসার ভেঙেছে ওই নারীর। এদিকে ভিডিওতে সম্পর্কের কথা জানানো ওই নারী ডিসির বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন তা সঠিক নয় এমনকি ওই নারীর ঘটনার সাথে তার (ডিসি) কোন সম্পৃক্ততাও নেই বলে দাবি করেছেন জেলা প্রশাসক মাহমুদুল আলম। SHARES প্রশাসন বিষয়: