এনায়েত মিতুল-এর কবিতা NayaDesh NayaDesh প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০ ফিরে তাকাও আঁধার শেষে সূর্য হাসে, রাত্রি পালায় দিনের বেশে। ভাবনা কিসের মোমিন যাঁরা, ধৈর্য রাখো জিতবে তাঁরা। এই অবেলা হারিয়ে যাবে, নতুন কিছু বিশ্ব পাবে। মহামারী নবেল করোনা, হেলায়-ফেলায় আর যেওনা। আস্থা রাখো আল্লাহ পানে, ডাকো তাঁকে হৃদয় টানে। জুলুম-বিবাদ ঢের করেছো, বিদায় নেয়ার কাজ সেরেছো ? অবাক করা সব উপমা, করোনা কি আর করবে ক্ষমা ? ক্ষমা করার মালিক যিনি, সৃষ্টি তাঁহার প্রভুও তিনি। ফিরে তাকাও আকাশ পানে, মহামারীর কি ক্ষমতা; তিনি জানে। থমকে গেছে যত্তো বড়াই, অবিশ্বাসী পাবে দেখো; অগ্নি কড়াই। নিয়ম মানো সংযত হও, ধৈর্য ধরে নিজ ঘরে রও। দু’হাত তুলে কাঁদো রে ভাই, প্রভু বিনে আর কেউ নাই। SHARES কবিতা বিষয়: