মননোয়ন পত্র জমাদানে বাধা ॥ থানায় জিডি একযুগ পর অনুষ্ঠিত হচ্ছে রিহ্যাবের নির্বাচন! প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২১ নয়াদেশ রিপোর্ট ॥ আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রিয়েল এষ্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) পরিচালনা পর্ষদ নির্বাচন (২০২১-২০২৩) । বর্তমান সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল সাত বছর ধরে সভাপতির পদে রয়েছেন। যদিও তাঁর বিরুদ্ধে অর্থ তসরুপ ও নানা অনিয়ম নিয়ে বাণিজ্য মন্ত্রনালয় তদন্ত কমিটি গঠন করে অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে রিপোর্ট জমা দিয়েছে। দীর্ঘ দিন ধরে রিহ্যাবের সাধারন সদস্যরা প্রত্যক্ষ ভোট দিয়ে তাদের সংগঠনের নেতা নির্বাচন করার সুযোগ পায়নি। প্রতিবারই অদৃশ্য শক্তির ছোঁয়ায় কেউ মনোনয়ন ফরম কিনতে পারেনি। তাই বিগত দুই বছর যাবৎ রিহ্যাবের সাধারণ সদস্যবৃন্দ নির্বাচনের দাবী নিয়ে মাঠে সরব ছিলেন। করোনার কারণে বারবার সময় বর্ধিত হলেও শেষ পর্যন্ত তফসিল ঘোষণা হয়েছে। যদিও গঠিত নির্বাচন বোর্ড নিয়ে সাধারণ সদস্যদের আপত্তি রয়েছে। কেউ কেউ বলছেন বর্তমান সভাপতি নিজ পছন্দে সংঘবিধি যথাযথ অনুসরন না করে সাধারন সদস্যদের অপরিচিত ব্যাক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন করেন। জানা যায়, ইঞ্জিনিয়ার এনায়েতুর রহমানকে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও এমডি মাহমুদুর রহমানকে আপীল বোর্ডের চেয়ারম্যান করে তিন সদস্যের বোর্ড গঠন করা হয়। অনুসন্ধানে জানা যায়, তারা দু‘জনই ম্যাক্স ইনফোস্ট্রাকচার লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত। এ প্রসঙ্গে রিহ্যাবের সাবেক সাধারন সম্পাদক জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওয়াহিদুজ্জামান বলেন বর্তমান পরিচালনা পর্ষদের অধীনে আমরা নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে আস্থা নেই। তাই আমরা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য বাণিজ্য মন্ত্রনালয়ের প্রশাসক চেয়েছিলাম। তবু বর্তমান নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী নিয়মতান্ত্রিক নির্বাচনের ব্যাপারে কাজ করছি। আশা করি অতীতের মতো এবার মনোনয়ন পত্র সংগহে বাধাগ্রস্ত করবেনা। প্রতিবারের ন্যায় সভাপতির পছন্দের বাইরে কেউ যেন মনোনয়নপত্র সংগ্রহ করতে না পারে এবংতার পুনরাবৃত্তি এবারও হতে পারে এমন সন্দেহে নির্বাচন করতে ইচ্ছুক ৫ (পাচঁ) জন ভোটার নির্বাচন কমিশনে সাক্ষাত চেয়ে চিঠি দিলেও তা প্রত্যাখান করেন প্রধান নির্বাচন কমিশনার। এ প্রসঙ্গে রিহ্যাব সদস্য ঐশী প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান আইয়ুব আলী নয়াদেশকে বলেন আমরা আশঙ্কা করছি যে এবারের নির্বাচন নিয়ে। শনিবার ল্যাল্ড মার্কের এমডি আলিম উল্যাহকে মননোয়ন পত্র জমা দিতে দেয়নি একদল বহিরাগত সশস্ত্র সন্ত্রাসী বাহিনী। এব্যাপারে আলিম উল্যাহ বাদী হয়ে গত ২ অক্টোবর কলাবাগান থানায় সাধারণ ডায়রি করেন। যার নং ১৩৪। রিহ্যাবের সদস্যদের ভোটের অধিকার ফিরিয়ে আনতে সাধারন সদস্যরা রিয়েল এষ্টেট ফোরাম নামে একটি সংগঠন তৈরি করে এবং সাধারন সদস্যদের সংগঠিত করেছেন। এতে নেতৃত্ব দিচ্ছেন ওয়াহিদুজ্জামান ও সৈয়দ শামীম রেজা। এ প্রসঙ্গে সৈয়দ শামীম রেজা নয়াদেশকে বলেন রিহ্যাব সদস্যদের দীর্ঘ দিনের দাবী তাদের ভোটের অধিকার ফিরিয়ে আনা আমরা সে লক্ষে কাজ করছি। নির্বাচন নিয়ে আমাদের যথেষ্ট শঙ্কা রয়েছে। তবুও আমরা সাধারন সদস্যরা আজ ঐক্যবদ্ধ একটি অংশগ্রহনমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। বর্তমানে যে কমিটি রয়েছে তারা জামায়াত-বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করছে। এবার নির্বাচনের মাধ্যমে তাদের সেই এজেন্ডা বাস্তবায়ন করতে দেবো না। আমরা প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা গ্রহন করবো। উল্লেখ্য,৭ অক্টোবর পর্যন্ত পরিচালক পদে মনোনয়ন পত্র সংগ্রহ করা যাবে। SHARES অর্থ ও বাণিজ্য বিষয়: