উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সচিবদের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২১

নয়াদেশ রিপোর্ট॥  দেশের বিদ্যমান উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখে সরকারের গৃহীত উন্নয়ন পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর আগারগাঁওয়ে বুধবার (১৮ আগস্ট) পরিকল্পনা মন্ত্রণালয়ে সচিবদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বৈঠকে অংশ নেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা বাংলাদেশকে মর্যাদাশীল দেশ হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করতে কাজ করছি। এ দেশকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যাব। আমরা এরই মধ্যে উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেয়েছি। আমাদের আরও অনেক দূর যেতে হবে। লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ব।’
শেখ হাসিনা বলেন, ‘আমাদের প্রেক্ষিত পরিকল্পনা বা ডেলটা প্ল্যান—সেগুলো মাথায় রেখে গৃহীত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন যেন যথাযথভাবে হয়। কেননা, আমাদের একটাই লক্ষ্য—তৃণমূল পর্যায়ের মানুষগুলো যেন উন্নত জীবন পায়।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের তো একটাই লক্ষ্য—জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন এবং বাংলাদেশকে তিনি উন্নত সমৃদ্ধ করতে চেয়েছিলেন। আমরা সে লক্ষ্য পূরণে কাজ করছি। আমরা যখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতার ১০১তম জন্মবার্ষিকী উদযাপন করছি, ঠিক সে সময়ে এই সভাটি অনুষ্ঠিত হচ্ছে।’
শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, ১৫ আগস্টের সব শহীদ এবং মুক্তিযুদ্ধের সব বীর শহীদ এবং সম্ভ্রমহারা মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেন কোনোভাবে ব্যর্থ না হয়। বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব উন্নত সমৃদ্ধশালী দেশের পথে।