ইনুকে নির্লজ্জ বললেন রিজভী প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২১ নয়াদেশ রিপোর্ট॥ জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে নির্লজ্জ মানুষ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (১৭ আগস্ট) বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে এক দোয়া মাহফিলে এমন মন্তব্য করেন রিজভী। প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, হাসানুল হক ইনু আপনি একটা নির্লজ্জ মানুষ। আবারো আমি আপনাকে বলবো, আপনি(ইনু) বলেছেন, বাংলাদেশ আর বাঙালির আত্মা বেগম খালেদা জিয়ার মধ্যে নাই। আরে আত্মাতো আপনাদের (ইনুদের) নাই। ক্ষমতার হালুয়া রুটি পেলেই আপনাদের কাছে কোনো আদর্শ থাকে না। সমাজতন্ত্রের কথা বলে জাসদ করেছেন, আর একটা লুটেরা সরকারের মন্ত্রী হয়েছেন। তারপরও লজ্জা নাই হাসানুল হক ইনু! রিজভী বলেন, অন্যদিকে জাতীয়তাবাদ, গণতন্ত্র, আদর্শের, স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আপনার মতো একটা নষ্ট লোক, আজেবাজে কথা বলেন। আপনি তার কুৎসা রটনা করেন। বিকেলে আয়োজিত বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলে স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। SHARES জাতীয় বিষয়: