আবারও ৬ দিনের রিমান্ডে সম্রাট NayaDesh NayaDesh প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৯ নয়াদেশ রিপোর্ট।। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক)এর করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের ছয় দিনের রিমান্ড মঞ্জর করেছেন আদালত। রোববার (১৭ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ রিমান্ড মঞ্জর করেন। এরআগে, সকালে কারাগার থেকে সম্রাটকে আদালতে হাজির করে পুলিশ। আদালতের কাছে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের করা মামলার সুষ্ঠু তদন্তের জন্যে তার বিরুদ্ধে দুদক সাত দিনের রিমান্ড চাইলে আদালত ৬দিনের রিমান্ড মঞ্জর করেন। এর আগে ১২ নভেম্বর দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কমিশনের সমন্বিত জেলা কার্যালয়-ঢাকা-১ এ সম্রাটের বিরুদ্ধে মামলা করেন। SHARES আইন আদালত বিষয়: