আদালত জানালেন সর্ষের ভেতরে ভূত NayaDesh NayaDesh প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৯ নয়াদেশ রিপোর্ট।। সর্ষের ভেতরেই ভূত রয়েছে বলে মত প্রকাশ করেছেন হাইকোর্ট। নিম্ন আদালতে কঠোর নিরাপত্তা থাকার পরও হলি আর্টিসান মামলায় দণ্ডিত দুই আসামির মাথায় আইএসের চিহ্ন সম্বলিত টুপি কীভাবে কোথা থেকে এল সে বিষয়ে সংশ্লিষ্টদের জিজ্ঞাসা করার পর উত্তর না পেয়ে বিস্ময় প্রকাশ করে রোববার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ মন্তব্য করেন। আইন ও সালিশ কেন্দ্রের এক মামলার শুনানির পর পত্রিকার প্রতিবেদন ও আইএস নিয়ে কাজ করা আইনজীবীর নিরাপত্তার প্রসঙ্গ টেনে এ বিষয়ে মন্তব্য করেন আদালত। এ সময় আদালতে আইনজীবী জেড আই খান পান্না বলেন, আইএসের টুপি নিয়ে অনেক কথা হয়েছে। পত্রপত্রিকায় আইএসের টুপি নিয়ে লেখালেখি হয়েছে। তিনিও আইএস ইস্যুতে কথা বলেছেন। এখন তিনি তার নিরাপত্তা নিয়েও চিন্তিত। তিনি আরও জানান, পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তারা এ বিষয়ে কিছুই জানে না। কারা কর্তৃপক্ষও বলছে টুপি কারাগার থেকেও যায়নি। তখন আদালত বিষ্ময় প্রকাশ করে বলেন, তাহলে আই এসের টুপি দিল কে? ফেরেশতা নাকি শয়তান ? তখন হাইকোর্ট বলেন, সর্ষের ভেতরে ভূত। এরপরই আইনজীবী জেড আই খান পান্নার নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে (ডিএজি) হাইকোর্ট মৌখিক নির্দেশ দেন। উল্লেখ্য, বুধবার (২৭ নভেম্বর) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান গুলশানের হলি আর্টিজান বেকারীতে দেশের সবচেয়ে ভয়াবহ জঙ্গী হামলা মামলার রায় প্রদান করেন। রায়ে একজনকে খালাসের পাশাপাশি ৭ জনকে মৃত্যুদÐ প্রদান করেন। আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় মৃত্যুদÐপ্রাপ্তদের মধ্যে আসামি রাকিবুল হাসান রিগানের মাথায় জঙ্গি সংগঠন ‘আইএসের টুপি’ দেখা যায়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্ব মহলে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। SHARES আইন আদালত বিষয়: