আদালত অবমাননা মামলায় অব্যাহতি পেলেন রাহুল গান্ধী NayaDesh NayaDesh প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৯ নয়াদেশ আন্তর্জাতিক ডেস্ক।। রাফাল দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের একটি রায়ে গত এপ্রিলে ‘চৌকিদার চোর’ রাহুল গান্ধীর এমন মন্তব্যে হওয়া মামলা থেকে তাকে অব্যাহতি দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। তবে, ভবিষ্যতে এমন মন্তব্য করা থেকে সতর্ক থাকতে বলা হয়েছে প্রাক্তন কংগ্রেস সভাপতিকে। দেশটির প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জানায়, রাহুল গান্ধীর নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা প্রহণ করেছে আদালত। তবে, আদালত বলেছেন, এ ধরনের মন্তব্য করার আগে তাঁর সতর্ক থাকা উচিত। উল্লেখ্য, রাফাল দুর্নীতি মামলা নিয়ে সুপ্রিম কোর্টের একটি রায়ে গত এপ্রিলে রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন, সুপ্রিম কোর্টের রায়েও প্রমাণিত হল চৌকিদার চোর। রাহুলের এই মন্তব্যে আদালত অবমাননার অভিযোগ এনে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল বিজেপি। সে সময় হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টের কাছে ক্ষমা চান রাহুল গান্ধী। কিন্তু তাঁর বিরুদ্ধে যথাযথ শাস্তি এবং জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আবেদন জানিয়ে পিটিশন দায়ের করেন বিজেপি সাংসদ মিনাক্ষী লেখি। SHARES আইন আদালত বিষয়: