আইসিটি মামলা থেকে অব্যাহতি পেলেন সাংবাদিক রোস্তম মল্লিক প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২২ খুলনা প্রতিনিধি॥ খুলনা জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী তৌহিদুর রহমান চৌধুরী তুষার এর আইনি যুক্তি তর্কে আইসিটি আইনে দায়েরকৃত মামলা থেকে অব্যাহতি পেয়েছেন ঢাকার সিনিয়র সাংবাদিক রোস্তম মল্লিক। গতকাল ৩০ জানুয়ারি ২০২২ দুপুর বারোটায় খুলনার সাইবার ট্রাইব্যাল আদালতের বিচারক কনিকা বিশ্বাস মামলাটির বিচারিক কাযক্রম গ্রহনের শুনানীকালে এই আদেশ দেন। মামলার বিবরণে জানাগেছে সিনিয়র সাংবাদিক রোস্তম মল্লিক গত ২০২০ সালের আগষ্ট মাসে তার নিজের ফেসবুক আইডিতে “মাগুরার এক যুবলীগ নেতা অবৈধপথে কোটি কোটি টাকার মালিক। অনুসন্ধান চলছে…।” শিরোনামে একটি পোষ্ট দেন। এই পোষ্টটিকে আইসিটি আইনের অপরাধ গন্য করে মাগুরার যুবলীগ নেতা আশরাফ খান মাগুরা থানায় এই মামলাটি দায়ের করেন। মামলা নং আইসিটি ১৭৮/২২,ধারা- ২৪(২)২৫(২)২৯(১)। মামলাটি বিধিগতভাবে তদন্ত না করেই মাগুরা থানার এস আই চার্জশিট প্রদান করেন। মামলাটি বিচারের জন্য খুলনার সাইবার ট্রাইব্যাল আদালতে প্রেরিত হলে ঐ আদালতে আত্মসমর্পণ করে সাংবাদিক রোস্তম মল্লিক জামিন লাভ করেন। গতকাল ছিল মামলাটির অভিযোগ গঠনের চুড়ান্ত শুনানীর দিন। শুনানীকালে খুলনা জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবী তৌহিদুর রহমান চৌধুরী তুষার আইসিটি আইনের পরিপূর্ণ ব্যাখ্যাসহ যুক্তি তর্ক উপাস্থাপন করেন এবং আসামী সিনিয়র সাংবাদিক রোস্তম মল্লিকের অব্যাহতি বা ডিসচার্জের লিখিত ও মৌখিক আবেদন জানান। সরকার পক্ষে শুনানীতে বাদীর পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করেন ঐ আদালতের পাবলিক প্রসিকিউটর। উভয় পক্ষে যুক্তি তর্ক শ্রবণ শেষে বিচারক কনিকা বিশ্বাস মামলার অভিযোগ থেকে আসামী সাংবাদিক রোস্তম মল্লিককে ২৪২ ধারা মতে ডিসচার্জ করেন বা অভিযোগ থেকে অব্যাহতি দেন। SHARES গণমাধ্যম বিষয়: