আইএস প্রধান বাগদাদি নিহত !

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক ।।   আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেটের নেতা আবু বকর আল বাগদাদি নিহত হয়েছে বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। বাগদাদির গোপন আস্তানায় যুক্তরাষ্ট্রের এক অভিযানে বাগদাদি মারা গেছে বলে জানানো হয়েছে। স্থানীয় সময় শনিবার সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় এলাকায় ওই অভিযান পরিচালিত হয়।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, তারা বিশ্বাস করছে মার্কিন অভিযানে বাগদাদি নিহত হয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা একটি টুইট বার্তাও এমন একটি ইঙ্গিত দেয়া হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে জানায়, মার্কিন ওই প্রতিরক্ষা কর্মকর্তা আরও জানায় আইএস নেতা বাগদাদির অবস্থান শনাক্ত করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। তারপরই সেখানে অভিযান চালানো হয়। মার্কিন কর্মমকর্তাদের বরাত দিয়ে তারা আরও জানায়, বাগদাদি গোপন আস্তানায় মার্কিন বাহিনী অভিযান চালানোর সময় বাগদাদির শরীরে বিস্ফোরক ভর্তি বেল্ট পড়া অবস্থায় ছিলেন। ধারণা করা হচ্ছে, সেটির বিস্ফোরণ ঘটানোর মাধ্যমে আত্মহত্যা করেছে আইএস নেতা আবু বকর আল বাগদাদি।

হোয়াইট হাউস জানায়, এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসের কূটনৈতিক কক্ষে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। তারা ট্রাম্পের ঘোষণার জন্য প্রস্তুতি নিচ্ছেন। গতকাল শনিবার ট্রাম্প তার টুইট বার্তায় বলেছিলেন, বিশাল কিছু একটা ঘটে গেছে।

উল্লেখ্য, ইসলামিক স্টেটের নেতা আবু বকর আল বাগদাদি গত পাঁচ বছর ধরে আত্মগোপনে রয়েছেন। তিনি বর্তমানে সন্ত্রাসীগোষ্ঠীটির মূল নেতা। গত এপ্রিলে আইএসের গণমাধ্যম শাখা আল ফুরকান একটি ভিডিও প্রকাশ করে যাতে তাদের নেতা আবু বকর আল বাগদাদিকে দেখা যায়। ২০১৪ সালের পর প্রকাশ্যে তাকে গত এপ্রিলেই প্রথম বক্তব্য দিতে দেখা যায়। তাকে শেষবার দেখা গিয়েছিল ইরাকের মসুলে অবস্থিত গ্রেট মসজিদে।