অ্যাসিড আক্রান্তের বিয়েতে শাহরুখের শুভেচ্ছাবার্তা

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৯

নয়াদেশ বিনোদন ডেস্ক।।  অ্যাসিড হামলায় আক্রান্ত মেয়েদের জীবনের মূল ¯্রােতে ফিরিয়ে আনা সেবাদানকারী প্রতিষ্ঠান ‘মীর ফাউন্ডেশন’ এর অন্যতম সদস্যা অনুপমার বিয়ে উপলক্ষ্যে সম্প্রতি তাঁর বিয়েতে তাঁকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন সয়ং বলিউড বাদশা শাহরুখ খান।
অ্যাসিড হামলায় মুখের অনেকটা অংশ নষ্ট হওয়ার পাশাপাশি একটা চোখও ক্ষতিগ্রস্থ হওয়া অনুপমার পাশে থেকে জীবনে এগিয়ে চলার সাহস আর উৎসাহ জুগিয়েছেন শাহরুখ। টুইট করে ‘মীর ফাউন্ডেশন’-এর সাথে যুক্ত অনুপমাকে নিজের শুভেচ্ছাবার্তায় তিনি লিখেছেন, ‘জীবনের এই নতুন যাত্রা শুরু করা অনুপমাকে আমার অভিনন্দন এবং ভালবাসা। এ জীবন ভালবাসা আর খুশিতে পূর্ণ হয়ে উঠুক। অনুপমার স্বামীর উদ্দেশ্যে শাহরুখ লেখেন, ‘জগদীপ তুমিই প্রকৃত পুরুষ। আশা করি তোমরা উভয়ই জীবনকে আরও আনন্দময় করে তুলতে পারবে।