অর্থ পাচারের মামলায় কারাগারে ব্যবসায়ী বুলু প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২১ নয়াদেশ রিপোর্ট॥ অর্থ পাচারের এক মামলায় বিএনএস গ্রুপের চেয়ারম্যান এম এন এইচ বুলুকে কারাগারে পাঠিয়েছে আদালত। বনানী থানার এই মামলায় মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন এই ব্যবসায়ী। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানিয়েছেন। বুলুর বিরুদ্ধে গত বছরের ১৩ অগাস্ট মামলাটি করেন সিআইডির পরিদর্শক হারুন উর রশিদ। রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস জানান, বুলুর ভাই আমির হোসেন মধ্যপ্রাচ্যে কৃষিপণ্যের ব্যবসা করতেন। সেখানে ভুয়া কাগজপত্রের মাধ্যমে বুলুর গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আমির ফুড প্রোডাক্টসের ১২ লাখ টাকা বেআইনি হুন্ডির মাধ্যমে বুলুর ব্যাংক হিসাবে ঢুকেছিল। তার ভিত্তিতে মামলাটি করা হয়। SHARES অর্থ ও বাণিজ্য বিষয়: