অর্থ আত্মসাৎ করে কুয়েত সরকারের পদত্যাগ NayaDesh NayaDesh প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৯ নয়াদেশ আন্তর্জাতিক ডেস্ক।। কুয়েতের প্রধানমন্ত্রীসহ দেশটির পুরো সরকার পদত্যাগ করেছেন। দেশটির সামরিক সহায়তার একটি তহবিলের ৮০০ মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করতে হল কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের মুবারক আল-সাবাহসহ তার সরকারের পুরো মন্ত্রিসভাকে। পদত্যাগ কুয়েতের আমির গ্রহণ করলেও নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত পদত্যাগকৃত মন্ত্রিসভাকে তত্ত¡াবধায়ক সরকার হিসেবে দায়িত্ব পালনের আদেশ দিয়েছেন। কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী শনিবার (১৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ বিষয়ে করা এক প্রতিবেদেনে জানায়, কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের মুবারক আল-সাবাহসহ তার সরকারের পুরো মন্ত্রিসভার পদত্যাগের মূল কারণ সামরিক সহায়তার একটি তহবিলের ৮০০ মিলিয়ন ডলার আত্মসাত। এক বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী জানান, ২০১৭ সালে তিনি যখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পান তার আগেই দেশটির একটি সামরিক সহায়তা তহবিল থেকে ২৪০ মিলিয়ন কুয়েতি দিনার অর্থাৎ ৭৮৯ মিলিয়ন মার্কিন ডলার আত্মসাৎ-এর ঘটনাটি ঘটে। গত শুক্রবার সরকার পদত্যাগ করার আগে বিচারিক কর্তৃপক্ষকে একটি অভ্যন্তরীণ তদন্ত করার জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত দিয়েছিলেন তিনি। শেখ নাসের আরও জানান, অর্থ আত্মসাৎ-এর যে অভিযোগ সরকারের বিরুদ্ধে ওঠে তার ব্যাখ্যা চেয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ জাবের ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধও করেছিলেন কিন্তু তাতে কোনও লাভ হয়নি। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে কোনো উত্তর না পেয়ে মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত না হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তাছাড়া, গত বৃহস্পতিবার কুয়েত সরকারের মুখপাত্র তারেক আল-মাজরেম এক বিবৃতিতে জানান, মন্ত্রিসভার বেশ কিছু সদস্যের বিরুদ্ধে অসদাচারণের অভিযোগ তুলে পার্লামেন্টের সদস্যরা তাদের ব্যাপক সমালোচনা করছেন তাই প্রধানমন্ত্রীসহ ক্ষমতসীন সরকারের পুরো মন্ত্রিসভা পদত্যাগ করেছে। SHARES আন্তর্জাতিক বিষয়: