অনুষ্ঠিত হলো “অন্তঃসত্ত্বা” ছবির শুভ মহরত NayaDesh NayaDesh প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২০ নয়াদেশ রিপোর্ট॥ খ্যাতিমান ইটালীয় লেখক ও সাংবাদিক ওরিয়ানা ফাল্লাচির ছোটগল্প ‘লেটার টু এ চাইল্ড নেভার বর্ন’ –এর ছায়াবলম্বনে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা অন্তঃসত্ত্বা। সিনেমাটি প্রযোজনা করছে স্টার মাল্টিমিডিয়া এবং পরিচালনার দায়িত্বে আছেন মোহাম্মদ মিজানুর রহমান ও মোহাম্মদ সাইদুর রহমান। গাজিপুরে পুবাইলের কায়সার কটেজে অন্তঃসত্ত্বা সিনেমার শুভ মহরত অনুষ্ঠিত হয়। মহরত শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে অন্তঃসত্ত্বা সিনেমার পরিচালক, অভিনয়শিল্পি, বিশিষ্ট ব্যবসায়ী, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন। পরিচালকদ্বয় আশা করেন, দর্শকদের নতুন আঙ্গিকের একটি ভিন্নধর্মী সিনেমা উপহার দিতে পারবেন তাঁরা।আমন্ত্রিত অতিথিদের মধ্যে বাংলাদেশ চলিচ্চিত্র পরিচালক সমিতির প্রচার ও দপ্তর সম্পাদক চিত্রপরিচালক আনোয়ার সিরাজী জানান, নবীন পরিচালকদ্বয় এই সিনেমার মাধ্যমে দর্শকদের শিল্পরুচি ফিরিয়ে আনতে সক্ষম হবে বলে তাঁর বিশ্বাস। এছাড়া অন্তঃসত্ত্বা চলচ্চিত্রের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন কায়সার কটেজের কর্ণধার কবি কায়সার আহমেদ, স্টার মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আল-মামুন অটু, পুলিশ সুপার এ আর এম আলিফ সুমন, দৈনিক নয়াদেশ -এর সম্পাদক আলম কিরন, বিশিষ্ট ব্যবসায়ী মিরধা আতাউর রহমান দিপু, মার্টিন লুথার কলেজের অধ্যক্ষ মিতালী মারিয়া কস্তা, ইভেনাইজার ইন্টারন্যাশনাল স্কুলের ফিন্যান্স ডিরেক্টর জন সাগর রোজারিও এবং সামাজিক সংগঠন ছায়ানীড়ের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ প্রমুখ। গল্পের প্রয়োজনে নতুন শিল্পীদের সাথে অভিনয় করবেন চলচিত্রের বিখ্যাত অভিনয় শিল্পিরা। আগামি মার্চ থেকে শুরু হবে অন্তঃসত্ত্বা চলচ্চিত্রের শ্যুটিং। SHARES বিনোদন বিষয়: